📝 স্বরচিত কবিতা:- ‘বর্ষার আগমন’
বাংলা প্রকৃতিতে বর্ষা মানেই এক অনন্য আবেগের ঋতু। আকাশে মেঘের ঘনঘটা, কখনো টুপটাপ বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টির রিমঝিম শব্দ এসব আমাদের মনকে ভিজিয়ে দেয় এক অদ্ভুত ভালো লাগায়। গ্রামবাংলার মাঠ, খাল, বিল, নদ-নদী সব কিছুই যেন নতুন প্রাণ ফিরে পায়। জলমগ্ন মাঠে ধানক্ষেতের পাশে শিশুরা কাগজের নৌকা ভাসায়, আর প্রকৃতি সাজে এক অপার রূপে।এ বছরও বর্ষা তার আগমনী বার্তা নিয়ে এসেছে। প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। পুকুর, খাল, বিল ও নদীতে নতুন পানি আসছে। চারপাশ থৈ থৈ করছে জলে। মাঠের ধানগাছগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। প্রকৃতি সেজেছে স্নিগ্ধ সবুজে। এই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। তাই এই বর্ষার মধুর আবহে আমি আমার অনুভূতি কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।
আজকের এই লেখায় আমি আমার হৃদয়ের কথা, প্রকৃতির সৌন্দর্য আর বর্ষার রঙিন গল্পকে মিশিয়ে লিখেছি একটি কবিতা। যার নাম দিয়েছি ‘বর্ষার আগমন’। আশা করছি, কবিতার প্রতিটি লাইন আপনাদের মন ছুঁয়ে যাবে।
"বর্ষার আগমন"
মোঃ ফয়সাল আহমেদ
আকাশে ঘন মেঘ জড়ো হলো ধীরে ধীরে,
বৃষ্টি নামে স্নিগ্ধ বৃষ্টি, ভেজা মাটির গন্ধে।
বাতাস বয়ে আনে খুশির এক মধুর সুর,
জন্ম হয় প্রকৃতির নতুন রঙের ফুল।
ধানক্ষেতে নাচে বৃষ্টি, লতার শাখায় ঝঙ্কার,
ছোট্ট কিশোরদের হাসি ভেসে যায় বায়ুর ঢাকে।
ঝরনা ভেদে গর্জন করে নদীর জলধারা,
মেঘমালা ভেজায় গাছের পাতা, ঝরায় পুষ্পপারা।
পাখিরা গায় সুরে সুরে, ডাকে মধুর গান,
মাটির বুকে ফুটে ওঠে হাজারো নতুন প্রাণ।
রাস্তায় ছুটে বেড়ায় ছেলেরা পায়ে পায়ে,
ছাতার ছায়ায় লুকিয়ে ভিজে তারা সয়ে।
ঝকঝকে বজ্রপাত বাজে মেঘের কোলে,
বর্ষার ছন্দে প্রাণ ফোটে প্রকৃতির মাঝে।
সোনালী ধান গাছে হাসে, চাষির মুখে হাসি,
বর্ষার স্নিগ্ধ ছোঁয়ায় জাগে নতুন বাসি।
ঝরে পড়ে শিশির ফোঁটা, ছড়ায় আশার আলো,
বর্ষার প্রতিটি ফোঁটা মন ভরে দেয় ভালো।
তাই বর্ষা এসেছে সুখ-শান্তির সাথে,
জীবনের পথে নিয়ে এলো নতুন প্রানে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comments Link:-
https://x.com/mohamad786FA/status/1941448673294205166?t=INbgn3wFdVWsrDU7tat-rQ&s=19
https://x.com/mohamad786FA/status/1941448822493949974?t=xFskLvChHHfG-nUtz93D6g&s=19
https://x.com/mohamad786FA/status/1941448983538434143?t=aeFiW2Feb2XX8O3nxrAXqg&s=19
https://x.com/mohamad786FA/status/1941558939142979952?t=EsWcxwjiNT583MGGbRRqzw&s=19
Ss
বর্ষা কালকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। বর্ষাকালের বৃষ্টি আমার ভীষণ পছন্দ তবে ভোগান্তি কম হয় না। বর্ষার বৃষ্টি আমার সব সময় শৈশবের কথা মনে করিয়ে দেয়। গ্রীষ্মকালের প্রখর রোদের পরে বর্ষার বৃষ্টি শান্তি যেন মানুষের প্রাণ ফিরিয়ে দেয়। বর্ষাকালের প্রতিটি মুহূর্ত শান্তিময়। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
বর্ষার আগমন নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ আর সব সময় আপনার কবিতাগুলো আমার অনেক পছন্দ হয়ে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এই লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ তা সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে আপনার কাছ থেকে কবিতা পড়ে আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে বজায় রেখেছেন ৷