আমরা বাঙালি বলে কথা, সরিষা ইলিশ আমাদের পছন্দের খাবার তালিকার প্রথম কাতারে থাকে।বিশেষ করে সরিষা ইলিশ খেতে আমি ভীষণ রকমের পছন্দ করি।এত স্বাদ আছে বারবার খেতে ইচ্ছা করে।আজকে আপনার তৈরি সরিষা ইলিশ দেখে আমার জিভে জল চলে এসেছে।কি সুন্দর তরকারির রঙ,দেখে যে কেউ খেতে চাইবে।লোভনীয় এবং মজাদার সরিষা ইলিশ রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।