লাইফস্টাইল পোস্ট || নিলাম বা ডাকের মাধ্যমে মাছ বিক্রি দেখার অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। কিছুদিন আগে বন্ধুদের সাথে মাওয়ার শিমুলিয়া ঘাটে নিলাম বা ডাকের মাধ্যমে মাছ বিক্রি দেখেছিলাম এবং সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আসলে নিলামে বা ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা সচরাচর দেখা হয় না। কারণ সেই সুযোগ আমাদের এখানে নেই বললেই চলে। তবে অনেক আগে অর্থাৎ কয়েক বছর আগে মেঘনা ঘাটের দিকে যেতাম মাছ কিনতে এবং সেখানে মাঝেমধ্যে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা দেখতাম। তবে মেঘনা ঘাটে এখন একেবারেই যাওয়া হয় না আমার। তো আমরা গত মাসে যখন মাওয়া গেলাম ইলিশ মাছ খেতে, তখনই ভেবে রেখেছিলাম খাওয়া দাওয়া শেষ করে শিমুলিয়া ঘাটে গিয়ে নিলামে মাছ বিক্রি করা দেখবো।
আসলে যারা নিলামে মাছ বিক্রি করা দেখেছে,তারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ সেই অনুভূতিটা এককথায় দুর্দান্ত। তো আমরা ঘাটে গিয়ে দেখলাম ইলিশ মাছ, চিংড়ি মাছ,কাজলী মাছ সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছে পাইকাররা। তবে নিলামে মাছ বিক্রি হচ্ছে না। অর্থাৎ আমরা সেখানে যাওয়ার আগেই নিলামে মাছ বিক্রি করা হয়ে গিয়েছে। তাই আমরা ভাবলাম ঘাটে গিয়ে আমরা আড্ডা দিতে থাকি। তো আমরা আড্ডা দিতে দিতে দেখলাম, ট্রলার দিয়ে জেলেরা বিভিন্ন ধরনের মাছ ঘাটে নিয়ে আসছে। তাই আমরা সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম কি কি মাছ এনেছে জেলেরা। তো আমরা সামনে গিয়ে দেখলাম বিভিন্ন সাইজের চিংড়ি মাছ এবং কাজলী মাছ ধরে এনেছে জেলেরা। মাছগুলো এতটাই টাটকা ছিলো, যে কারোরই কিনতে ইচ্ছে করবে। কারণ এমন তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। যাইহোক যে লোকটা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে, তার লাভ হচ্ছে বিক্রির পর সে কিছু মাছ রেখে দেয়। সেখানে ডাকের সময় যে কেউ দাম বলতে পারে।
আমাদের ইচ্ছে ছিলো চিংড়ি এবং কাজলী মাছ ডাকের মাধ্যমে কেনার। কিন্তু পরবর্তীতে ভাবলাম এখানে সেখানে ঘুরাঘুরি করতে করতে মাছগুলো নরম হয়ে যাবে। তাই আমরা দাম বলিনি। শুধুমাত্র আমরা দেখছিলাম কেমন দামে মাছগুলো বিক্রি করা হয়। সেখানে মাছের দাম তুলনামূলকভাবে বেশি। আর এমন তাজা মাছের দাম তুলনামূলকভাবে বেশি হওয়াটাও স্বাভাবিক। যাইহোক আমরা সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবং তার মধ্যে ৩/৪ বার জেলেরা মাছ নিয়ে এসেছে ট্রলারে করে। তো সবগুলো মাছ অল্প সময়ের মধ্যেই কিনে নিয়েছে পাইকাররা। তারপর তারা সেই মাছগুলো লাভে বিক্রি করে থাকে। এক লোক দেখলাম ২৫০০ টাকা দিয়ে ছোট চিংড়ি মাছ কিনলো পাইকারের কাছ থেকে। আনুমানিক দেড় দুই কেজির মতো হবে। যাইহোক সেদিন নিলামে মাছ বিক্রি করা দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। আর এই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২২.৯.২০২৫ |
লোকেশন | শিমুলিয়া ঘাট,মাওয়া,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1970016258151338018?t=NyjNL8PsAKxhrQ11wZzosw&s=19
https://x.com/mohin3242127/status/1970035569670668481?t=-C4NP_2ldnd1bsoVyb7_sw&s=19
X-promotion
Wow, @mohinahmed, what a vibrant glimpse into the fish auction at Shimulia Ghat! Your post truly captures the energy and excitement of the market. The photos are fantastic—you can almost smell the fresh catch! It's fascinating to read about the experience, especially since it's not something many of us get to witness regularly. I appreciate you sharing your personal connection to this tradition and how you felt being there with friends. The details about the different types of fish and the bidding process are super interesting. Thank you for bringing this slice of Bangladeshi life to the Steemit community! আপনার পোস্টটি খুব ভালো লেগেছে।