এমন ভুলে যাওয়ার স্বভাব আমারও আছে। আপনার মতো আমিও মোবাইলের ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করে রাখি অনেক সময়। যাইহোক পুরনো কিবোর্ড দিয়ে শেষ পর্যন্ত কাজ হয়েছিল এটাই অনেক। তাছাড়া যে কিবোর্ড টা ইউনিভার্সিটিতে ফেলে রেখে এসেছিলেন,সেটাও পাওয়া গিয়েছে। তার মানে আর কোনো সমস্যা রইল না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যা,আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি।