You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ১: পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগlast year

বাস্তবেও কিন্তু এমন ঘটনা অহরহ ঘটছে। অনেক খুনী বা অপরাধী সাজা পায় না,আবার নির্দোষ মানুষও দোষী সাব্যস্ত হয়ে জেল খাটে। এই লোকটা তো আসলেই রহস্যময়। ভাবতেই তো অবাক লাগছে, মানুষের মুখ দেখেই বলে দিতে পারে সবকিছু। মাহিয়াকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। হয়তোবা সেই লোকটা এমন কিছু মাহিয়াকে বলেছে,যেটা শুনে মাহিয়ার মন একেবারেই খারাপ হয়ে গিয়েছে। রহস্য তো একের পর এক বেড়েই চলেছে দাদা। মন্ত্রণালয় যদি কয়েদীদের ট্রান্সফার নিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে ঝামেলা আরও বাড়বে। দেখা যাক পরবর্তী পর্বে মাহিয়া একা গিয়ে সেই লোকটার সাথে কথা বলে কোনো রহস্য উদঘাটন করতে পারে কিনা। কারণ মাহিয়া ছাড়া আর কেউ মনে হয় না কোনো তথ্য বের করতে পারবে এই লোকটার কাছ থেকে। যাইহোক বরাবরের মতো এই পর্বের রিভিউ পড়ে দারুণ লেগেছে দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

Posted using SteemPro Mobile