নতুন বইয়ের ঘ্রাণ আমার মনে হয় সবার কাছেই প্রিয় এবং এটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি। যাইহোক একসময় হুমায়ুন আহমেদের অনেক বই পড়তাম, কিন্তু ব্যস্ততার জন্য এখন আসলে একেবারেই বই পড়া হয় না। তবে এটা ঠিক, প্রতিদিন অন্তত কয়েক মিনিট হলেও বই পড়া উচিত আমাদের। এতে করে নিঃসন্দেহে জ্ঞানের পাল্লা ভারী হবে। তাছাড়া হাতে নিয়ে বই পড়ার মজাই আলাদা। সেটা কখনোই ই-বুক কিংবা পিডিএফে পাওয়া যায় না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চেস্টা করবেন ভাই।