You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪১৬||পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

in আমার বাংলা ব্লগlast year

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

পানি আর তেলের একসময় ভালোই মিল ছিলো এবং তারা অনেক আগে বিয়ে পর্যন্ত করে। তাছাড়া সারাজীবন সংসার করার যথেষ্ট চেষ্টা করে তারা। কিন্তু একে অপরের মন-মানসিকতার সাথে মিল হয় না বলে, ১ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তো একে অপরের চেহারা দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে 🤣🤣।

Sort:  
 last year 

ভাই পানি আর তেল নিয়ে দেখছি চমৎকার একটি গল্প তৈরি করে ফেলেছেন। আসলে কাল্পনিক অর্থ এরকমটা হতেই পারে। আমরা তো কল্পনা করতে অনেক বেশি ভালোবাসি।