প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। টিনটিন বাবু বড় হয়ে আমাদের দাদার মতো পরোপকারী মানুষ হবে,সেই কামনা করছি। তাছাড়া টিনটিন বাবু এখনই অনেক মেধাবী। আশা করি টিনটিন বাবু বড় হয়ে দাদার মুখ উজ্জ্বল করবে। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আয়োজিত স্পেশাল হ্যাংআউটে আমরা অনেক মজা করবো। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।