You are viewing a single comment's thread from:

RE: Welcome Baby Boy!

in আমার বাংলা ব্লগ10 months ago

অর্থাৎ ঘরে একেবারে শোরগোল ফেলে দেবে কিছুদিন পরেই। হাহাহা, সেইসবের অপেক্ষায় রয়েছি।

কিছুদিন পরেই সিনিয়র টিনটিন এবং জুনিয়র টিনটিন দাদার দুই কাঁধে উঠে নাচানাচি করবে 😂। যাইহোক বৌদি এবং জুনিয়র টিনটিন সুস্থ আছে এটাই সবচেয়ে বড় কথা। সবমিলিয়ে দাদার পরিবারে এখন খুশির জোয়ার বইছে। জুনিয়র টিনটিন যাতে সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে সেই কামনা করছি। সর্বোপরি দাদার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।