You are viewing a single comment's thread from:

RE: এ কেমন মানুষ হলাম, মানুষের রুপ ধরে শুধু কি পশুত্বকে বরন করলাম?

in আমার বাংলা ব্লগ6 months ago

এটা কি ছেলেরে ভাই........ এটা দেখে আমি নিশ্চিত হলাম যে এটা দুর্ঘটনা নয় এটা হয়তো তারা নিজেরাই ঘটিয়েছে।

এটা আসলেই দুর্ঘটনা না,বরং এটা তারা নিজেরাই ঘটিয়েছে। আর সেজন্যই বাবার এমন মৃত্যুতে ছেলের কোনো আফসোস নেই। দিন যতই অতিবাহিত হচ্ছে, আমরা ততই স্বার্থপর হয়ে যাচ্ছি। বাবা প্যারালাইজড হয়ে গিয়েছে বলে, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে,এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 6 months ago 

তার কোন শাস্তি হবে না ভাই। কারন পুলিশ এই বিষয়য়ে কোন তদন্ত করবে না। সব কিছু সাবেক হয়ে গেছে।

 6 months ago 

ব্যাপারটা জেনে ভীষণ খারাপ লাগলো ভাই। এমন ছেলে থাকার চেয়ে না থাকাও ভালো ছিলো। যে সন্তানকে আদর যত্নে বড় করলো,আর সেই সন্তান সেই লোকের মৃত্যুর কারণ হলো।