আসলে বাহিরের দেশের কালচারের সাথে আমাদের দেশের কালচারের রাত দিন পার্থক্য। তারা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে থাকে। এতে করে তাদের ভবিষ্যৎ খুব সুন্দর হয়। কিন্তু আমাদের দেশের বাচ্চারা ছোটবেলা যা-ই করুক না কেনো,অর্থাৎ দেয়ালে আঁকা আঁকি করুক কিংবা ফ্লোরে, এমনকি মাটিতে আঁকা আঁকি করলেও সেটা করতে নিষেধ করা হয়। এতে করে তাদের উপর নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
একদম,শুধু কয়েক টুকরো বাইরের দেশের কালচার এনে এখানে ধরিয়ে দেওয়া।যা আরো বিষাক্ত করে তোলে।