You are viewing a single comment's thread from:

RE: এনএফটি এবং মেটাভার্স।।১৮ মার্চ ২০২৫

in আমার বাংলা ব্লগ4 months ago

Metaverse-এ NFT ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সম্পদের মালিকানা নির্ধারণ করা সম্ভব হয়।যেমন, মেটাভার্সের ভেতরে জমি, পোশাক, শিল্পকর্ম, অ্যাক্সেসরিজ, ভার্চুয়াল বাড়ি, এমনকি ডিজিটাল কনসার্টের টিকিটও NFT আকারে বিক্রি করা যেতে পারে।

বাহ্ ব্যাপারটা তো দারুণ। এককথায় বলতে গেলে, মেটাভার্স এবং এনএফটি একসাথে কাজ করলে নতুন দিগন্ত উন্মোচন হবে। যাইহোক বরাবরের মতো আজকেও বেশ তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। এমন তথ্যমূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।