চুপি চুপি ভালোবাসি তোমায়,
তাই হৃদয়ে থাকে টান।
তেমার ছোয়া পেলে আমার
দুলে ওঠে প্রাণ।
ভালোবাসার মানুষের ছোঁয়া পেলে তো আনন্দের সীমা থাকে না। যাইহোক দারুণ কিছু অণু কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। খুব ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। বিশেষ করে চতুর্থ অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।