You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা: দহন।।০৩ জুলাই ২০২৫
এ আলো, কোনও মেঘে ঢাকা পড়ে না।
এ আলো, আমাদের ভিতরের জীর্ণ ভরাট করে নতুন প্রেমে।
এ আলো, প্রতিবার ভাঙা মনেও বলে—
"তুমি আবার গড়ে তুলতে পারো, নিজেকে, পৃথিবীটাকে, সবটাকেই।"
বাহ্! অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন দাদা। এই লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। চেষ্টা করলাম পুরো কবিতাটি আবৃত্তি করতে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।