You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩০
হতে পারে এটাই শেষ আয়োজন
ফুরিয়ে যেতে পারে সকল প্রয়োজন,
ভাবনাগুলোর মাঝে যত অভাবনা
সীমানায় স্পষ্ট মেঘের আনাগোনা।
কবির ভাবনা যেখানে নীরব-নিস্তেজ
জীবনের প্রয়োজন সেখানে বিবর্ণ-নিঃশেষ।
মনের আঙিনায় নিঃশব্দ হাহাকার,
স্বপ্নগুলো ঝরে যায় অকারণে বারবার।
চেনা পথে অচেনা ছায়ার বসতি,
ভালোবাসা মলিন, সময়ের অবহেলিত স্মৃতি।
শেষ প্রহরে জাগে এক নিরালোক গান,
অপূর্ণতার ভেতরেই জীবন মহান।