You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৪
আমার হৃদয়ে আছে যত চঞ্চলতা
তোমার তরে প্রকাশিত সকল কাব্যকথা,
তুমি চঞ্চলতার আড়ালে হৃদয়ের ভালোবাসা
তোমার তরে উচ্ছ্বসিত সকল ব্যাকুলতা ।
তোমার হাসিতে ভাসে আমার স্বপ্নের দোলা,
চঞ্চলতা লুকিয়ে আছে হৃদয়ের গভীর কোণে।
প্রেমের অদৃশ্য ছোঁয়ায় বাজে ব্যাকুলতার সুর,
তোমার তরে উচ্ছ্বসিত থাকে আমার সমস্ত আশা।