You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৮
সময় এক অদ্ভুত ছায়া
পাল্টে দেয় জীবনের মায়া,
সময় এক নির্মম আকার
পাল্টে দেয় সম্পর্কের প্রকার।
সময় এক পথিক শুধু,
থেমে যায় না কভু।
হাসি-কান্নার রঙ মিশিয়ে,
পাল্টে দেয় সব রূপ সহজে।