একসময় বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা কখনোই মিস হতো না। কিন্তু এখন মাঝেমধ্যে দেখা হয়। কারণ বাংলাদেশের ম্যাচ দেখলে আসলেই খারাপ লাগে। বিশেষ করে চোখের সামনে যখন দেখি জেতা ম্যাচ হেরে যাচ্ছে, তখন সত্যিই কষ্ট লাগে। দুই দিন আগে পাকিস্তানের সাথে জেতা ম্যাচটা হেরেছে বাংলাদেশ। আমি পুরো ম্যাচটা দেখেছিলাম। দুবাই স্টেডিয়ামে ১৩৬ রানের টার্গেট চেজ করা কঠিন ব্যাপার ছিলো না। সিঙ্গেলের উপর খেললেও ম্যাচটা জিততে পারতাম আমরা। কিন্তু সবাই ৪/৬ মারা নিয়ে ব্যস্ত। এতো ছোট টার্গেট পেয়েও ফাইনালে ওঠার সুযোগ মিস করলো বাংলাদেশ।