লাইফস্টাইল পোস্ট || ঘরোয়াভাবে ওয়াইফের জন্মদিন পালন করার অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। সেপ্টেম্বর মাস অর্থাৎ এই মাসের ২৩ তারিখে আমার ওয়াইফের জন্মদিন ছিলো এবং সাদামাটাভাবে ওয়াইফের জন্মদিন পালন করলাম ও সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিয়ের পর এবার সহ মোট চারবার ওয়াইফের জন্মদিন পালন করলাম এবং প্রতিবারই ঘরোয়াভাবে অর্থাৎ সাদামাটাভাবে ওয়াইফের জন্মদিন পালন করলাম। আসলে জন্মদিন পালন করা আমার মা বাবা মোটেই পছন্দ করেন না। তাই কারো জন্মদিন সেভাবে পালন করা হয় না। অর্থাৎ ছোটবেলা থেকেই শুনে আসছি, জন্মদিন পালন করলে নাকি গুনাহ হয়। তাই ছোটবেলা থেকে কখনোই জন্মদিন পালন করার ব্যাপারে আমার আগ্রহ জন্মায়নি। তবে ওয়াইফকে প্রতিনিয়ত চেষ্টা করি টুকটাক সারপ্রাইজ দেওয়ার জন্য।
আর সেটা ভেবেই প্রতি বছর ওর জন্মদিনে চেষ্টা করি কিছু না কিছু গিফট দিতে। তো এবারও ঠিক রাত ১২টার সময় আমি তাকে উইশ করি এবং আমরা বেশ কিছুক্ষণ গল্প করি। তো পরের দিন দুপুরের পর আমি চাষাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই আমার টুইন ছেলের জন্য রোটাটেক ভ্যাকসিন কেনার জন্য এবং ভ্যাকসিন কিনে বাসায় আসার পথে,চাষাড়া থেকে ওয়াইফের জন্য গিফট কিনলাম। তারপর আমি কেক কেনার জন্য প্যারিস ব্যাগুয়েটে তে ঢুকলাম। কারণ প্যারিস ব্যাগুয়েটের কেক আমার খুবই পছন্দ। যদিও বাংলাদেশের প্যারিস ব্যাগুয়েটের কেক ততটা সুস্বাদু লাগে না। কিন্তু সাউথ কোরিয়ার প্যারিস ব্যাগুয়েটের কেক খেতে দারুণ লাগে। তো প্যারিস ব্যাগুয়েটে বেশ কিছু কেক দেখার পর আমার কাছে ততটা ভালো লাগেনি। আমার ইচ্ছে ছিলো প্যারিস ব্যাগুয়েট থেকে চকোলেট কেক কিনবো। কিন্তু চকোলেট কেকের ডেকোরেশন ততোটা পছন্দ হয়নি বলে,আমি সুগন্ধা কেক হাউজে চলে গেলাম।
তো সুগন্ধা কেক হাউজ থেকে বেশ কয়েকটি চকোলেট কেক দেখার পর,একটি চকোলেট কেক ভীষণ পছন্দ হলো এবং সাথে সাথে সেই চকোলেট কেকটা কিনে নিলাম। সেই চকোলেট কেকের ওজন আসলো ১.৫ পাউন্ড। আমি বিল পে করে কেক নিয়ে বাসায় চলে আসলাম এবং ওয়াইফকে সারপ্রাইজ দিলাম। ওয়াইফ তো সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়েছে। তারপর আমার শ্বাশুড়িকে ফোন দিয়ে বললাম, আমার বাসায় এসে বিরিয়ানি রান্না করে দিতে। তো আমার ওয়াইফ এবং আমি কেক কাটলাম ও আমরা কেক খেলাম। তারপর আমার ফ্ল্যাটের ভাড়াটিয়াদেরকে কেক দিলাম। তো ওয়াইফ সবমিলিয়ে ভীষণ খুশি হয়েছে। আমার আব্বু আম্মু পাশের ফ্ল্যাটে থাকেন বলে,এসবকিছু টের পাননি। নয়তোবা তারা মনে মনে কষ্ট পেতেন। কারণ তারা এসব একেবারেই পছন্দ করেন না। যাইহোক ওয়াইফকে জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এবং সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২৮.৯.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1971983756857954699?t=xmVSmaggQJ4KSfnXBRAYtg&s=19
https://x.com/mohin3242127/status/1972250082650329325?t=-pqyWoYdbfi_rHZVbXCf2Q&s=19
X-promotion
আসলে এই জন্মদিন পালন আমাদের ইসলাম ধর্ম মোতাবেক বর্জনীয় যার ফলেই ওই রীতিকে মেনেই আপনার মা-বাবা এটাকে ভিন্ন চোখে দেখেন। তবে ওয়াইফ কে খুশি করার জন্য আপনি এই কাজ করেছেন। এভাবেই বেঁচে থাকুক আপনাদের দুজনের পবিত্র বন্ধন অনন্তকাল।
আপনি একেবারে যথার্থ বলেছেন ভাই, সেজন্য আমার মা বাবা জন্মদিন পালন করা পছন্দ করেন না। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঘরোয়াভাবে ভাবির জন্মদিন পালন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ ভাই সাদামাটাভাবে ওয়াইফের জন্মদিন পালন করার চেষ্টা করলাম। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।