জেনারেল রাইটিং- বার্ধক্যে শুধুই মৃত্যুর অপেক্ষা||

in আমার বাংলা ব্লগ20 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। আসলে মনটা ভীষণ খারাপ। সেই সাথে শরীর অনেক খারাপ। গত কয়েকদিন থেকেই শরীর খুবই খারাপ। ঘুম ঠিক মতো হচ্ছে না। তাইতো আরো বেশি খারাপ লাগছে। এর মাঝেই যখন জানতে পারি কাছের কোন প্রিয় মানুষ অসুস্থ তখন আরো বেশি খারাপ লাগে। আমার নানুর অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগছে। আর সেই অনুভূতি থেকে কিছু কথা লিখবো।


বার্ধক্যে শুধুই মৃত্যুর অপেক্ষা:

old-man-5354871_1280.jpg

Source


বার্ধক্য আমাদের জীবনের একটি অংশ। আর বার্ধক্য চিরন্তন সত্য। মৃত্যু যেমন চিরন্তন সত্য তেমনি কোন একটা সময়ে বার্ধক্য আমাদের জীবনে চলে আসে। আর যখনই বার্ধক্যের ছায়া জীবনে পড়ে তখনই আমরা মৃত্যুর প্রতীক্ষায় দিনগুনি। যারা আমাদের পরিবারের মুরুব্বী আছে কিংবা বয়স্ক মানুষ আছে তাদের নিয়ে সবসময় দুশ্চিন্তা হয়। কারণ তাদের বার্ধক্যের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কখন কি হয়ে যাবে আমরা কেউ জানিনা।


আমার দাদুকে হারিয়েছি কয়েক বছর আগেই। সেই কষ্টটা এখনো মনের মাঝে খোঁচা দেয়। মনের অজান্তেই দুচোখে পানি চলে আসে। আর এখন নানু অসুস্থ। কিছুদিন সুস্থ থাকলেও আবার কিছুদিন অসুস্থ হয়ে পড়েন। আসলে বয়স যখন বেড়ে যায় তখন রোগব্যাধি সবকিছুই চাপ দিয়ে ধরে। শরীরের সবকিছুই যখন নড়ভরে হয়ে যায় তখন এক রোগ থেকে সেরে উঠতে না উঠতে আরেক রোগ বাসা বাঁধে।


নানুর মোটামুটি বয়স হয়েছে। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। কখনো কোমরে ব্যথা কখনো বা জ্বর সর্দি আবার কখনো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসলে শেষ বয়সে মানুষের ভোগান্তির শেষ নেই। ভালোভাবে বাঁচার সময় ফুরিয়ে গেছে তার এখন। আর প্রাণ ভরে কিংবা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার মত অবস্থা নেই তার। হয়তো বয়স্ক মানুষদের শেষ বয়সের কষ্টটাই এরকম।


প্রিয় মানুষগুলোকে যখন চোখের সামনে এরকম শেষ হয়ে যেতে দেখি তখন খুবই খারাপ লাগে। তাদের অসুস্থতার সময়ে খুবই কষ্ট লাগে। তারা অসুস্থ হয়ে পড়লে ভীষণ কষ্ট পাই। কারণ এখন আর সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তাদের নেই। বয়স বাড়ার সাথে সাথে তারাও যেন শিশুর মত হয়ে গেছে। ছোট্ট শিশুরা কষ্ট পেলে যেমন চিৎকার করে ওঠে তেমনি বৃদ্ধ মানুষগুলো শিশুর মত আচরণ করে।


সব সময় চাই আমাদের কাছের মানুষগুলো ভালো থাকুক। আমাদের প্রিয় মানুষগুলো যুগের পর যুগ ধরে বেঁচে থাকুক। তাদের ছায়ায় বাঁচতে চাই। তাদের আদরে বাঁচতে চাই। তাদের ভালোবাসা আর স্নেহ সত্যিও অতুলনীয়। সেই মানুষগুলোকে ছাড়া ভালো থাকাও কঠিন। তাই তাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি তারা যেন জীবনের শেষ দিন পর্যন্ত একটু ভালোভাবে বাঁচে। একটু সুস্থ ভাবে বাঁচতে পারে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।