শৈশব স্মৃতি- শৈশবের ঈদের কেনাকাটা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। শৈশব স্মৃতি মানে আনন্দের স্মৃতি। শৈশবের মুহূর্তগুলো সত্যি অনেক বেশি আনন্দের ছিল। তাই তো শৈশবের ঈদের কেনাকাটার সুন্দর স্মৃতিগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি আপনাদের শৈশবের স্মৃতির সাথে মিলে যাবে।
শৈশবের ঈদের কেনাকাটা:

Source
শৈশবের স্মৃতি মানেই অন্য রকমের আনন্দ। আর অন্য রকমের অনুভূতি। আসলে শৈশবের দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু যখন বিশেষ কোন দিন আসে তখন শৈশবের সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। শৈশবের ঈদের আনন্দটাই অন্যরকমের ছিল। শৈশবের ঈদের আনন্দ কেনাকাটার মধ্যেই যেন পূর্ণতা পেয়েছিল। আসলে ছোট ছোট জিনিসপত্র কিনতেও তখন অনেক ভালো লাগতো। এমনও সময় গেছে নতুন জামা হয়তো কেনা হয়নি কিন্তু নতুন জামা না থাকলেও ঈদের আনন্দটা অনেক বেশি ছিল।
তবে বেশিরভাগ সময় ঈদের কেনাকাটা করা হতো। যখন বাবা ছুটি পেতেন না তখন একটু সমস্যা হয়ে যেত। কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত যে জামার সাথে ম্যাচিং করে চুড়ি কিনতাম আর সাথে জুতা তো আছেই। ব্যাগ হলে তো কোন কথাই নেই। সব কিছুই যেন অন্য রকমের আবেগ মেশানো ছিল। হয়তো অল্প দাম দিয়ে কাচের চুড়ি কিনলেও অনেক বেশি খুশি হয়ে যেতাম। সেই সুন্দর অনুভূতি আর সেই আনন্দটা এখন আর লাখ টাকা দিলেও কিনে পাওয়া যাবে না।
বাবা যদি ছুটিতে আসতেন তখন বাবার সাথে ঈদের কেনাকাটা করতে যেতাম। যেহেতু বাবাকে খুব ভয় পেতাম তাই কিছুই মন খুলে বলতে পারতাম না। শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতাম। তবে বাবা কিন্তু আমাদের পছন্দ গুলো বুঝতেন। তাই পছন্দের জিনিসগুলোই কিনে দিতেন। আসলে যাদের বাবা দূরে থাকে কিংবা দূরে কোথাও চাকরি করে তাদের সন্তানদের সাথে খুব একটা আন্তরিকতা গড়ে উঠতে পারে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটু ভয়, একটু সংকোচ থেকেই যায়। মুখ ফুটে কিছু বলা যায় না।
একবার এমন হয়েছিল আমি খুব সুন্দর এক জোড়া জুতা কিনেছি আর বাবাকে বলে দিয়েছি আবার জন্য লেহেঙ্গা আনতে। লেহেঙ্গা আনা হয়েছিল ঠিকই কিন্তু যখন ঈদের দিন পরেছি তখন দেখি পেছনের দিকের সুতোগুলো একদম ছিড়ে যাচ্ছে পুরো জামাটাই নষ্ট হয়ে গিয়েছিল। সেই সময় জামার দাম সম্ভবত ১৩০০ টাকা নিয়েছিল। আর সেই সময় তেরোশো টাকার অনেক মূল্য ছিল। কিন্তু জামাটা আমি একদিনও পড়তে পারিনি। আর ঈদের দিন এরকম জামা ছিড়ে যাবে সেটা কেউ ভাবতেও পারেনি। সেই বারের ঈদের আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল।
ঈদের জামা কাপড় কেনার আনন্দ যেমন বেশি তেমনি চুড়ি, ক্লিপ, ব্যান্ড এগুলো কিনতেও ভালো লাগতো। বিশেষ করে সুন্দর সুন্দর চুড়ি কিনতে বেশি ভালো লাগতো। আর মালা কিনতে তো আরো বেশি ভালো লাগতো। সত্যি কথা বলতে ছোটবেলায় কি সব যে কিনতাম সেগুলো এখন ভাবতেই হাসি পায়। আর মনে হয় সেই সরলতা আবার যদি ফিরে পেতাম তাহলে বোধ হয় ঈদের সেই সুন্দর আনন্দের মুহূর্তগুলো আবারো ফিরে আসতো। হয়তো সময় হারিয়ে গেছে। কিন্তু স্মৃতিগুলো সারা জীবন মনের মাঝে রয়েই যাবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1930164510599606767?t=BpPGi8jGH4EMOUpE-4wK0g&s=19
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1930193471471792343?t=Ym5wdvYStwJpJCkE5D9REA&s=19
https://x.com/Monira93732137/status/1930193895373320620?t=teheHqphIv1GpSQFVhE6Fg&s=19
https://x.com/Monira93732137/status/1930194167063556532?t=jTWlhMkmY3H9aY98CqAo7A&s=19
https://x.com/Monira93732137/status/1930194542650859910?t=VVnquc1IW20TU6rJ-fH0_A&s=19
https://x.com/Monira93732137/status/1930195583098376609?t=qDjxYKyM_o-BaNlz0tQ_Bg&s=19
https://x.com/Monira93732137/status/1930194850256715818?t=-GmOkegVs0zqKBbhm5uakw&s=19
https://x.com/Monira93732137/status/1930195156550201732?t=bEmImMXNSv6MmusftlEKQg&s=19
শৈশবের ঈদের কেনাকাটা স্মৃতি মনে পড়লে এখনো শৈশবে ফিরে যেতে খুব ইচ্ছে করে। স্মৃতি গুলো এখনো হৃদয়ের মাঝে শিহরণ জাগায়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন ভাইয়া শৈশবের প্রতিটি মুহূর্ত অনেক আনন্দের ছিলো। তাই সুন্দর মুহূর্তের স্মৃতি গুলো তুলে ধরেছি।