আর্ট-মেহেদি ডিজাইনের আর্ট||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। মেহেদি ডিজাইনের আর্ট আজকে আমি সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


মেহেদি ডিজাইনের আর্ট:

IMG_20250823_173538.jpg
Device-OPPO-A15


সব সময় রং তুলি দিয়ে আর্ট করা হয়। আজকে ভাবলাম ভিন্ন কিছু আর্ট করি। আর সেই ভাবনা থেকেই সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি। আগে হাতে অনেক মেহেদী পড়তাম আর খাতায় সুন্দর ডিজাইন করার চেষ্টা করতাম। এখন অবশ্য মেহেদির ডিজাইনটি আর করা হয় না। নতুন ধরনের আর্ট করার চেষ্টা করতে অনেক ভালো লাগে। তাই আমি দীর্ঘ সময় পরে মেহেদির ডিজাইনের আর্ট করেছি। আগে এই ধরনের আর্ট অনেক করতাম। কিন্তু সেভাবে কখনো শেয়ার করা হয়নি। আর্টের ধাপগুলো আজকে তুলে ধরবো।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. কলম।

IMG20250823172230.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250823172300.jpg
Device-OPPO-A15
IMG20250823172315.jpg
Device-OPPO-A15


এই আর্ট করার জন্য প্রথমে সুন্দর করে ফুলের নকশা করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250823172339.jpg
Device-OPPO-A15
IMG20250823172430.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে আরো কিছুটা অংশ আর্ট করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20250823172458.jpg
Device-OPPO-A15
IMG20250823172534.jpg
Device-OPPO-A15


এবার আর্টের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ভিন্ন রঙের কলম ব্যবহার করেছি। আর ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20250823172620.jpg
Device-OPPO-A15
IMG20250823172726.jpg
Device-OPPO-A15


এবার ডিজাইনগুলো সুন্দর করার জন্য আরও কিছুটা অংশ আর্ট করেছি।


ধাপ-৫

IMG20250823173114.jpg
Device-OPPO-A15


এভাবে ছোট ছোট নকশা করে ডিজাইনটি সুন্দর করে করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20250823_193826.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে নতুন নতুন আর্ট করতে ভালো লাগে। তাই এই সুন্দর ডিজাইনটি করার চেষ্টা করেছি। মেহেদি হাতে পড়লে যেমন ভালো লাগে তেমনি রঙিন কলম দিয়ে আর্ট করতেও ভালো লাগে। আর রঙিন কলম দিয়ে যখন কোন কিছু আর্ট করা হয় তখন দেখতে অনেক বেশী সুন্দর লাগে। তাই তো আমি সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি। আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 23 hours ago 

1755962404748.png

 20 hours ago 

মেহেদী ডিজাইন এর চমৎকার আর্ট শেয়ার করেছেন আপু। এই ডিজাইনটি হাতে করলে আরো চমৎকার দেখাবে। প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আশা করি যে কেউ চাইলে এই আর্ট নিজ হাতে করে ফেলতে পারবে।

 13 hours ago (edited)

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া। সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।