রেসিপি-কাঁঠালের বিচি ও শুঁটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা চচ্চড়ি||

in আমার বাংলা ব্লগ27 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নিজের ভালো লাগার রেসিপি গুলো সব সময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি এই রেসিপি সবার ভালো লাগবে।


কাঁঠালের বিচি ও শুঁটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা চচ্চড়ি:

IMG_20250629_205139.jpg
Device-OPPO-A15


কাঁঠালের বিচি ও শুঁটকি মাছ দিয়ে ডাটা চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। এগুলো এখানে আমি মিষ্টি কুমড়ার ডাটা ব্যবহার করেছি। মিষ্টি কুমড়ার নরম নরম কিছু পাতা আর ডাটা দিয়ে এই চচ্চড়ি করেছি। মিষ্টি কুমড়ার শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এভাবে কাঁঠালের বিচি এবং শুঁটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতেও দারুন হয়। এই খাবারটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই সময় কাঁঠালের বিচি খুব সহজেই পাওয়া যাচ্ছে। কাঁঠালের বিচি খেতে আমার বেশ ভালো লাগে। তাই শুঁটকি মাছ এবং মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে এই চচ্চড়ি করেছিলাম। খেতে খুবই মজার হয়েছিল। এবার চলুন দেখে নেয়া যাক এই রেসিপি তৈরির পদ্ধতি এবং প্রয়োজনীয় উপকরণ সমূহ।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
মিষ্টি কুমড়ার ডাটাপরিমান মত
শুঁটকি মাছ৪০ গ্রাম
কাঁঠালের বিচিপরিমান মত
পেঁয়াজ কুচি১ চামচ
রসুন কুচি১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20250629140846.jpg

IMG20250629140552.jpg

IMG20250629140550.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250629140600.jpg

IMG20250629140609.jpg


মজার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে মিষ্টি কুমড়ার নরম নরম কিছু পাতা এবং ডাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াই এর মধ্যে পেঁয়াজ এবং তেল দিয়েছি।


ধাপ-২

IMG20250629140629.jpg

IMG20250629140642.jpg


এবার এর মধ্যে শুঁটকি মাছগুলো দিয়েছি। শুঁটকি মাছগুলো আগেই গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম।


ধাপ-৩

IMG20250629140726.jpg

IMG20250629140741.jpg


এবার এর মধ্যে মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া,লবণ এবং জিরা গুঁড়া দিয়েছি। এরপর রসুন দিয়েছি।


ধাপ-৪

IMG20250629140912.jpg

IMG20250629140923.jpg


কিছুক্ষণ রান্না করার পর বেশ ভালোভাবে শুঁটকি মাছগুলো ভুনা হয়েছে। এবার কাঁঠালের বিচিগুলো দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৫

IMG20250629140931.jpg

IMG20250629140944.jpg


কাঁঠালের বিচি গুলো সুন্দর করে নেড়ে চেড়ে শুঁটকি মাছের সাথে ভুনা করে নিয়েছি।


ধাপ-৬

IMG20250629141125.jpg

IMG20250629141133.jpg


এবার মিষ্টি কুমড়ার শাকের ডাটা গুলো এবং শাকগুলো এর মধ্যে দিয়েছি।


ধাপ-৭

IMG20250629141156.jpg

IMG20250629142021.jpg


এবার সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এই চচ্চড়ি রেসিপি তৈরি করে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20250629_205056.jpg
Device-OPPO-A15


কাঁঠালের বিচি এবং শুঁটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা চচ্চড়ি খেতে অসাধারণ হয়েছিল। এই খাবারটি আমার ভীষণ পছন্দের একটি খাবার। কাঁঠালের বিচি শুঁটকি মাছ দিয়ে এভাবে ডাটা চচ্চড়ি করলে খেতে অসাধারণ হয়। আর এই খাবারটি ভাতের সাথে নিমিষেই শেষ করে ফেলা যায়। খুব মজার হয়েছিল খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তাই এই মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 27 days ago 

কাঁঠালের বিচি দিয়ে যেকোনো ধরনের তরকারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে।আজ আপনি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করেছেন।যা দেখে খুব ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 27 days ago 

কাঁঠালের বিচি আমার খুব প্রিয়।কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির কোন না কোন রেসিপি করাই হয়। কয়েকদিন আগেই কাঁঠালের বিচি ও ডাটা দিয়ে শুটকি রেসিপিটি করেছিলাম। বেশ মজা হয়েছিল। কাঁঠালের বিচির যে কোন রেসিপি খেতে আমার বেশ ভালো লাগে। আপনার রেসিপিটিও বেশ মজা হয়েছিল বুঝাই যাচ্ছে।

 27 days ago 

কাঁঠালের বিচি ও শুঁটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা চচ্চড়ি করেছেন যা ভীষণ ভালো লাগছে দেখতে।খেতে অনেক সুস্বাদু হয়েছিলো নিশ্চয়ই। অসাধারণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 27 days ago 

আপু আপনি দেখছি মজার রেসিপি করেছেন। আজকে আপনি কাঁঠালের বিচি এবং শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডাটার মজার রেসিপি বানিয়েছেন। শুটকি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে এমনিতে মজা লাগে। সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 25 days ago 

আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে খুব ভালো লাগলো। যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে আপনি যেভাবে এত সুন্দর ভাবে কাঁঠালের বিচি ও শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন এর ডেকোরেশন দেখে মনে হচ্ছে এটি অনেক সুস্বাদু হবে৷