শৈশব স্মৃতি-ছোটবেলায় বড়ই চুরি করে খাওয়ার মজার একটি স্মৃতি||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি শৈশব স্মৃতি সবার মাঝে তুলে ধরবো। শৈশবের স্মৃতিগুলো সব সময় অনেক বেশি সুন্দর এবং মধুর হয়। আর শৈশবের প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি আনন্দে কাটে। তবে এই আনন্দের ফাঁকে ফাঁকে দুষ্টুমিও অনেক বেশি চলে। আর সেই স্মৃতিগুলোই সারা জীবন ধরে আমাদেরকে আনন্দ দেয়। আজকে আমি আমার একটি শৈশব স্মৃতি শেয়ার করবো।


ছোটবেলায় বড়ই চুরি করে খাওয়ার মজার একটি স্মৃতি:

child-1347385_1280.jpg

Source


ছোটবেলা মানে আনন্দ দুষ্টুমি আর খেলাধুলায় মেতে থাকা। ছোটবেলার দিনগুলো একটু অন্য রকমের ছিল। ছোটবেলায় আমরা যখন দলবেঁধে খেলাধুলা করতাম তখন সত্যি অনেক ভালো লাগতো। তবে দুষ্টুমি গুলো দলবেঁধেই করা হতো। সবার সাথে একসাথে যখন হতাম তখন সত্যিই অনেক দুষ্টুমি করা হতো। একসাথে হলেই নানান রকমের দুষ্টু বুদ্ধি মাথায় চলে আসতো। ছোটবেলার দুষ্টু মিষ্টি কথাগুলো এখনো মনে পড়ে।


যেহেতু গ্রামের বাড়িতে খুব একটা থাকার সময় কিংবা সুযোগ হয়নি তাই যখন স্কুল ছুটি হতো তখনই গ্রামের বাড়িতে যাওয়া হতো। যখনই গ্রামের বাড়িতে যেতাম দল বল একেবারে হাজির হয়ে যেত। আমাদের গ্রামের বাড়িতে আমার বয়সী অনেকেই ছিল। তাই তো আমাদের দলের লোক সংখ্যাও বেশি ছিল। সবার সাথে খেলতাম আর আনন্দ করতাম। আর মাঝে মাঝে প্লান করা হতো কার গাছ থেকে কি পেরে খাওয়া যাবে।


তেমনি একদিন আমার এক প্রতিবেশীর বড়ই গাছ থেকে আমরা সবাই মিলে বড়ই পেরে খেয়েছিলাম। সত্যি কথা বলতে সেই সময় ভালো মন্দ কোন কিছু বাজ বিচার করার মতো বয়স কিংবা মানসিকতা তৈরি হয়নি।।যখন সবাই মিলে একসাথে আড্ডা দিতাম তখন নানান রকমের দুষ্টুমি লেগে থাকে। তেমনি সেদিন আমরা সবাই মিলে বড়ই চুরি করেছিলাম। তবে ভাগে খুব একটা জোটেনি।


লবণ আর গুঁড়ো মরিচ নিয়ে গিয়েছিলাম। এরপর ভাগে জুটে ছিল মাত্র কয়েক পিস বড়ই। লবণ আর মরিচ রয়ে গেছে অথচ বড়ই শেষ হয়ে গেছে। আসলে গাছে ঢিল দিয়ে খুব একটা যে বড়ই পাওয়া যায় সেটাও কিন্তু নয়। যতটুকুই পেয়েছিলাম ততটুকুতেই আনন্দ অনেক বেশি ছিল। আর ঢিল দেওয়ার পর বড়ই কুড়ানোর যে আনন্দটা ছিল সেটা আসলে অতুলনীয় ছিল।


লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে বড়ই খেতে সত্যি অনেক ভালো লেগেছিল। মনে হচ্ছে যেন এখনো সেই স্বাদ মুখে লেগে আছে। আসলে সময়গুলো যেমন হারিয়ে গেছে তেমনি মানুষগুলো হারিয়ে গেছে। সবাই যে যার মত ব্যস্ত সময় পার করছে। এখন আর কারো সাথে সেভাবে দেখা হয় না। সবাই বড় হয়ে গেছে। তবে শৈশবের সেই সুন্দর সময় গুলোর কথা আমার আজও মনে পড়ে। আজও মনের অজান্তেই সেই শৈশবে হারিয়ে যাই।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।