কবিতা- জীবন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। কিন্তু কবিতা লিখে পোস্ট করতে গিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দে পড়ে যাই। আসলে সবাই এত ভালো কবিতা লিখে যে আমি কবিতা লিখতে গিয়েও কেন জানি আর সেভাবে লিখতে পারি না। তবে সবার লেখা কবিতা পড়ে আমারও কবিতা লিখতে ইচ্ছে করে। তাই আজকে ভাবলাম একটি ছোট্ট কবিতা লিখে ফেলি। আশা করছি সবার ভালো লাগবে।
জীবন:

Source
জীবন মানেই ঢেউ
জীবন মানেই সে আমার
অনেক কাছের
তবুও দূরের কেউ।
চাওয়া পাওয়ার হিসাব আমার
বড্ড বেশি ফাঁকা
জীবন যেন বয়ে চলে শুধুই একলা।
পাইনি কিছু তবুও কিবা চাওয়ার আছে?
শূন্য হাতে ফিরব শুধু আমি পাছে।
ভাঙা গড়ার জীবন আমার
ভাঙ্গা গড়ার ঘর
আপন মানুষ পর করেছে
পর হয়েছে ঘর।
জীবন নদীর উজান ভাটি
জীবন সমুদ্রের ঢেউ
সে যে আমার বড্ড কাছের
তবু দূরের কেউ।
ভালো থাকার লড়াইয়ে নেমে
যারে আকড়ে ধরি,
ছেড়ে যায় সে,ভুলে যায় আমায়
ভাসিয়েছে জীবনের তরী।
জীবন মানে ভালোলাগা
কিংবা হতাশা
জীবন মানে একটু আশা
একটু স্বপ্নে বাঁচা।
মাঝে মাঝে জীবনের মানে খুঁজতে গিয়ে সব হিসাবের খাতা যেন শূন্য পরে রয়। জীবনে কি পেলাম কি হারালাম সে হিসাব মিলাতে গিয়েও যেন বারবার ব্যর্থ হতে হয়। আসলে জীবনের সমীকরণটা বড্ড বেশি কঠিন। কখনো সেই সমীকরণ মেলানো যায় না। ক্ষুদ্র জীবনের ছোট ছোট আশা গুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। কখনো সেই আশা পূর্ণ হয় কখনো বা ভালো থাকার লড়াইয়ে জীবন শেষ হয়ে যায়। ভালো থাকার জন্য কত কিছুই করি আমরা। একটু প্রত্যাশাই আমাদের বাঁচিয়ে রাখে। একটু আশা আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শেখায়। জীবনের মানে গুলো খুঁজতে শেখায়। কিন্তু মাঝে মাঝে হতাশা কিংবা জীবনের বাস্তবতা আমাদের ভালো থাকাকে বিলীন করে দেয়। তখন চাইলেও আর নিজের মত করে ভালো থাকা যায় না। কিংবা নিজেকে সবার সামনে প্রেজেন্ট করা যায় না। আমরা সব সময় জীবনের সাথে লড়াই করে বাঁচি। জীবনের সাথে লড়াই করতে করতে হয়তো কোন একটা সময়ে সেই লড়াই শেষ হবে। হয়তো কোন একটা সময়ে জীবনের আলো নিভে যাবে। হয়তো সেদিন দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাব আমরা। আর শেষ হবে জীবনের মানে খোঁজার লড়াই।
অনেকদিন পর আজকে কবিতা লিখলাম। জানিনা আমার লেখা কবিতার লাইনগুলো আপনাদের কেমন লেগেছে। তবে চেষ্টা করব আরো ভালোভাবে লিখার। ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1949469151384440999?t=Cc8dwf-SL7QlFb-HqV9SrA&s=19
https://x.com/Monira93732137/status/1949470866766729576?t=CB-eoXG3XATMM-opCEa6gw&s=19