লাইফস্টাইল-পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৫||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি আমার কাটানো সুন্দর একটি মুহূর্তের স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি সবার ভালো লাগবে।
পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৫:

Location
পহেলা বৈশাখে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। ইতোমধ্যে বেশ কয়েকটি পর্ব আপনাদের মাঝে শেয়ারও করেছি। আসলে সুন্দর মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করি তখন অনেক ভালো লাগে। মনে হয় যেন সেই মুহূর্তগুলোর মাঝে আবারো হারিয়ে গিয়েছি। আর পহেলা বৈশাখের বিশেষ দিনটি ঘিরে আমরা অনেক রকমের আয়োজন করে থাকি। আমাদের মত সবাই হয়তো যে যার মত করে ব্যস্ত সময় পার করে।

Location
পহেলা বৈশাখ মানে অন্যরকমের আয়োজন। আর অন্য রকমের উৎসব। পহেলা বৈশাখ ঘিরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক রকমের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই মিলে ঘুরতে গিয়ে সুন্দর একটি সময় অতিবাহিত করার চেষ্টা করেছিলাম। আর সময়টা সত্যি দারুন ভাবে কাটিয়েছিলাম।

Location
সবাই মিলে যখন বিকেল বেলায় ঘুরতে গিয়েছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। আর মনে হচ্ছিল যেন সময়টা সুন্দরভাবেই কেটে গেল। আসলে বিশেষ দিনগুলোতে যখন চারপাশে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে ভালো লাগে সময় কাটাতে। আর বিশেষ দিনগুলোতে যখন চারপাশে নতুন নতুন আয়োজন দেখতে পাই তখন আরো বেশি ভালো লাগে।

Location
পহেলা বৈশাখে সবাই যখন শাড়ি পড়ে ঘুরতে যায় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। ছোট বড় অনেকেই শাড়ি পড়ে ঘুরতে গিয়েছিল। আর সেই সুন্দর মুহূর্তগুলো দেখতে বেশি ভালো লেগেছিল। আমার কাছে তো অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। আসলে শাড়ি পড়ে পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করার আনন্দটাই অন্যরকমের।

Location
পহেলা বৈশাখের বিশেষ আয়োজনগুলোতে সবাই নিজেদের মতো করে আনন্দ করে আর সেই আনন্দের ভাগীদার যখন আমরা হতে পারি তখন অনেক বেশি ভালো লাগে। আমিও অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। জানিনা আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1953469214209273948?t=dx9P2OqCK8pjK5-kb8d6kQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1953515264542126558?t=nP0G8iCAQycsIZJYwULpUw&s=19
@tipu curate
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 2/9) Get profit votes with @tipU :)