RE: মিলন মেলা || @shy-fox 10% beneficiary
আমার জীবনটা একটা সময়ে ভাসমান নৌকার মাঝি বিহীনের মতো এলোমেলো হয়েছিল ।
এলোমেলো জীবন মাঝিবিহীন নৌকার মত। আমাদের জীবনটা যখন এলোমেলো থাকে তখন চারপাশের মানুষগুলো আমাদেরকে কটু কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করে না। সবার অহেতুক প্রশ্ন, কটু কথা এগুলো জীবনকে জর্জরিত করে দেয়। কিন্তু আমরা যখন আমাদের সেই সময় গুলো কাটিয়ে উঠে একটু ভালো সময় কাটাই তখন সবাই পাশে এসে বসতে চায়। সত্যি কথা বলতে আমাদের বাস্তব জীবনটা এরকমই। এক সময় যারা আপনাকে অপমান করতো ও কটু কথা বলতো তারাই আজ আপনাকে পেয়ে আনন্দিত। তারা আবার আপনাকে ফিরে পেতে চায়। শুধু এতোটুকুই পার্থক্য সময়ের ব্যবধান। সময় মানুষের জীবন ও পরিস্থিতি সব কিছুই বদলে দেয়। সময়ের সাথে সাথে মানুষের জীবনে চলার পথ বদলে যায়। কখন কার জীবনে পরিবর্তন আসে সেটা কেউ বলতে পারেনা। কিন্তু সেই মানুষগুলোর কথাগুলো সারা জীবন মনে থাকে। মন থেকে তাদের প্রতি কখনোই আর সেই ভালোবাসা তৈরি হয় না। কারো কথায় যদি একবার খারাপ লাগে বা মনে আঘাত লাগে সেই কথাগুলো আজীবন রয়ে যায় হৃদয়ের কোনে। হয়তো সেই কথাটা মুখ ফুটে কাউকে বলা হয় না কিন্তু হৃদয়ের যে আঘাত সেটা সারাজীবন রয়ে যায়। তাই আমার মনে হয় নিজের মত করে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। যারা একবার কটু কথা বলতে দ্বিধাবোধ করে না তারা সময়ের সাথে সাথে আবারো কটু কথা বলবে না তার কোন নিশ্চয়তা নেই। কারণ সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু তাদের মানসিকতার পরিবর্তন নাও হতে পারে। তবে যাই হোক আপনি আপনার পুরনো দিনের বন্ধু-বান্ধব, ছোট ভাই এদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার চলার পথ আরো বেশি সুন্দর হোক এই কামনাই করছি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।