আপনার বন্ধুর বাবা এখন ভালো আছেন জেনে ভালো লাগলো। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম। আসলে সঠিক সময় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেই তিনি এখন বিপদমুক্ত আছেন। আশা করছি তিনি বাড়ি ফিরলে আপনি সময় করে উনাকে গিয়ে দেখে আসবেন। আসলে অনেক সময় অনেক কাছের মানুষের খবর রাখা হয় না। হঠাৎ করে সেই খারাপ খবর গুলো শুনলে সত্যি অনেক খারাপ লাগে।
হুম আপু দেখা করার বড্ড ইচ্ছে জেগেছে ভদ্রলোক কে। বাসায় ফেরত আসলেই দেখা করতে যাবো।