সত্যি আপু গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে। আর রোজা রেখে এই গরম সহ্য করা ভীষণ কঠিন হয়ে পড়েছে। আমরা তবুও একটু হলেও শান্তিতে থাকতে পারছি। কিন্তু যারা দুবেলা খেতেই পারে না তাদের কাছে ফ্যান কেনার সামর্থ্য কি করে থাকবে। সে সব মানুষগুলোর জন্য সত্যিই অনেক খারাপ লাগে। আর রোজা রেখে ভুল করে কখনো খাওয়া হয়নি আপু। চুরি করে খাওয়া তো দূরের কথা। 🤭🤭
আসলেই,যাদের খাবার ই অনিশ্চিত তাদের আর কি ফ্যান!
আমি এক,দু বার খেয়ে ফেলেছিলাম ভুলে তবে ছোটবেলায়।