মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়িয়েছেন আপনারা। ছবিতে প্রত্যেকে চাতক পাখির মত চেয়ে আছে যেন ছবির ভেতর থেকে নির্বাক কোন ভাষা আমাকে বলে দিচ্ছে আপনাদের ভিতরের আনন্দ গুলো। গ্রামীন পরিবেশের এমন সৌন্দর্য শুধুমাত্র যারা উপলব্ধি করতে পারে তারাই বুঝতে পারে কতটা সুন্দর। ব্যস্ত জীবনে এবং ইট কংক্রিটের শহরে এর উপলব্ধি বুঝা মুশকিল। ভ্যানে চড়তে আমার কাছেও ভীষণ ভালো লাগে। হীরা আপু আর অন্যান্য সদস্যদের নিয়ে বেশ আনন্দের সময় কাটিয়েছেন গ্রামে।