আমার পরিচয়

✨ আমার পরিচয় ✨

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি সোহানা আক্তার মৌ। আমার বয়স ২৯ বছর। আমি ঢাকার সাভারে থাকি এবং আমি বিবাহিত।

ছোটবেলা থেকেই আমি নানা রকম সৃজনশীল কাজে আগ্রহী। জীবনের ফাঁকে ফাঁকেই আমি নিজের কিছু শখ নিয়ে সময় কাটাতে ভালোবাসি। আমার প্রিয় শখগুলোর মধ্যে রয়েছে—

🍳 নতুন নতুন রান্না করা

🛫 ভ্রমণ করা

🛍️ শপিং করা

আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের শখ ও আগ্রহই তাকে জীবনে অনুপ্রেরণা দেয় এবং মানসিক প্রশান্তি আনে। রান্নার মাধ্যমে আমি নতুন কিছু শেখার আনন্দ পাই, ভ্রমণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং শপিং আমাকে আনন্দিত করে।

Steemit কমিউনিটিতে যোগ দিয়ে আমি আমার অভিজ্ঞতা, ভাবনা এবং নানা রকম লেখা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। আশা করছি, এখানে আমি অনেক কিছু শিখতে পারব এবং একইসাথে আমার ছোট্ট অভিজ্ঞতাগুলোও আপনাদের ভালো লাগবে।

সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ❤️

ধন্যবাদ 🌸

IMG-20250106-WA0083.jpg