সমাজ কি বলবে? এই ভয়েই আমরা পিছিয়ে পড়ি।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- সমাজ কি বলবে?
- ২৪,জুন ,২০২৫
- মঙ্গলবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।
সমাজ কি বলবে?এই কথাটাই যেন আমাদের জীবনের সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। আমরা অনেক ভালো কাজ প্রিয় স্বপ্ন বা সিদ্ধান্ত শুধু এই ভেবে ছেড়ে দিই যে লোকে কী বলবে?
অনেক সময় দেখা যায়, একটা প্রিয় জিনিসের দিকে হাত বাড়াতে গিয়েও ভয় হয় যদি সমাজ কিছু বলে! আবার কখনো প্রিয় কিছু ধরে রেখেও রাখতে পারি না, কারণ পরিবারের লোকেরা বলে এটা করলে আমাদের মান-সম্মান থাকবে না।"
ভাবুন তো, আমরা যদি নতুন কিছু শুরু করতে চাই যেমন চাকরির পাশাপাশি ব্যবসা তখন অনেকেই বাধা দেয়। বিশেষ করে পরিবারের কাছ থেকেই প্রথমে শুনতে হয় তুই যদি ব্যবসা করিস, তাহলে সমাজে কী বলবো? অথচ বাস্তবে এই সমাজ কখনো আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে না বা দুই বেলা খাবারও দেয় না।
আমরা নিজেরা জানি ব্যবসা একটা স্বাধীন পেশা। জীবনে বড় হতে হলে ঝুঁকি নিতেই হবে। কিন্তু এই "সমাজ" নামক শব্দটাই আমাদের সাহস কেড়ে নেয়।
আরও একটা উদাহরণ ধরা যাক আপনি যদি একজন সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করতে চান যাকে আপনি ভালোবাসেন, যাঁর সীমিত চাহিদা আপনার পক্ষে সহজেই পূরণ করা সম্ভব তাহলে পরিবার থেকেই অনেকে বলবে ওইখানে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবো না।
তবে বাস্তবতা হলো, সেই মেয়েটিই আপনাকে বেশি বোঝে, আপনার সাথে সুখে-দুঃখে থাকতে পারবে। কিন্তু সমাজের ভয়ে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েও পিছিয়ে যাই।
শেষ কথায় বলি
সমাজ সবসময়ই কিছু না কিছু বলবে। আপনি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। কিন্তু আপনার জীবনের দায়িত্ব সমাজের না আপনার। তাই ভাবুন আপনি কী চান। আপনার শান্তি কোথায়। নিজের স্বপ্ন, নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিন।
কারণ, সমাজ একদিনও আপনার পাশে এসে বলবে না তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
Screenshot:
Link:
https://x.com/mrahul40/status/1937532552002306238?t=rTTksHMJ8I_wydmqLA7oig&s=19
https://x.com/mrahul40/status/1937533331891196189?t=hVW7Th43wunCkEVvO5nqqA&s=19
https://x.com/mrahul40/status/1937534059212865966?t=jF5piGmm66MfUx5x2383aw&s=19
https://x.com/mrahul40/status/1937534432652722565?t=Ov1m-FCHKJ7_riOyUZ_PkQ&s=19