বাহ মারাত্মক ব্যাপার তো। তবে আসলেই অনেক বুদ্ধিমানের পরিচয় দিয়েছো তুমি। ঢাকা শহরে এসেছি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এমন সিচুয়েশনে পড়েনি। তবে একা একা পেলে ওরা একটু ঝামেলা করে। ভাগ্যিস তুমি মোহাম্মদপুর আসো নাই না হলে তো ওরা ছুরি ধরে নিয়ে চলে যেত। সাবধানে চলাফেরা কইরো।