স্বাধীনতা বলতে আপনি কী বুঝেন?
বর্তমানে স্বাধীনতা হলো পণ্য কিংবা বিল বোর্ড প্ল্যাকার্ডে রঙের বাহার এর থেকে বেশী কিছু আর কাছে আর মনে হয় না। আমলাতান্ত্রিক জটিলতায় দেশটা এখন পাশার বোর্ডে দোদুল্যমান আর একদল লোক শ্রেণী বৈষম্য করে এখনো সাধারন মানুষদের চুষে খাচ্ছে।
যাইহোক প্রথম আলোর ওই পোস্ট টি আমিও দেখছিলাম বেশ খারাপ লেগেছে পোস্ট টি দেখে।
চমৎকার ভাই। কাঙ্ক্ষিত উওর ছিল। ধন্যবাদ আপনাকে।।