দাদা এটা মনে হয় আপনার প্রথম অভিজ্ঞতা হাহ। আমাদের দেশে এমনি। সবার ধান স্টক থাকে জার যখন দরকার ভাঙ্গিয়ে নিয়ে আসে। আর এই ধান ভাঙ্গার একটা স্থানীয় নাম আছে কিন্তু,সেটা হচ্ছে "বারা-বানা"। তবে বাচ্চাটাকে নিয়ে গেলে পারতেন ও এমনিতেও তখন পড়তে বসত না হাহা😁।
হ্যাঁ দাদা, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আসলে আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে চালের বস্তা কিনি।