নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ২৭ )

in আমার বাংলা ব্লগ3 months ago

ABB 13.5.25✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ২৭ তম পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।

1000020612.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য :-

নামস্কুল গ্যাং সিজন ২
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাআর্থিক সজীব।
অভিনয়েশহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালকমামুন অর রশিদ
সম্পাদনাসাইদুর রহমান সবুজ
মিউজিকবি এইচ পারভেজ

কাহিনী সারসংক্ষেপ

এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, নাজিয়া কে কবর দেওয়া শেষ। আর তার কবরের সামনে তার সব বন্ধুরা তার মা এবং আদর স্যার রয়েছে। একপর্যায়ে আদর স্যার আরোহী কে বিভিন্ন কথা শোনায়, আর এটাও বলে তার বাবা ভাইয়েরা নাজিয়াকে হত্যা করেছে। নাজিয়ার মা আরোহী কে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর তার বাবা ভাইকে বলে দেওয়ার জন্য বলে তার মা যেভাবেই হোক এই হত্যার বিচার আদায় করে নেবে। আর এসব কিছু শুনে আরোহী অনেক বেশি কষ্ট পায়।

1000020613.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

সবাই একেবারে অন্যরকম হয়ে গিয়েছে এটার জন্য। তারপরে আমরা নাজিয়ার সব বন্ধুদের দেখতে পাই, নাজিয়ার হত্যার বিচারের দাবিতে একটা পোস্টার নিয়ে স্কুলের ভেতরে আসছিল। আর তখনই খায়রুল স্যার ওদেরকে আটকায়। তারপর ওখানে আদর স্যার আসে। খায়রুল স্যারের এরকম কথা শুনে আদর স্যার খায়রুল স্যারকে বিভিন্ন কথা শোনায়। তারপর তারা সব বন্ধুরা কি করবে এগুলো ভাবতে থাকে। তারপর তারা তাদের দলকে আরো বড় করার জন্য সিদ্ধান্ত নেয়।

1000020614.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর তারা শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়। তাহলে যদি জনগণ তাদের পাশে এসে দাঁড়ায়। এরপর তারা শহীদ মিনারে চলে যায়। এরপর আমরা তামিমের বন্ধুকে দেখতে পাই তামিমকে বলছে, সে যেন ইন্ডিয়ায় চলে যায়। এটা তারা আব্বু বলেছে। কারণ সে এই কেসের মধ্যে ফেঁসে গিয়েছে। অন্যদিকে নাজিয়ার সব বন্ধুদের কাছে নাজিয়ার মা আসে, আর তারা এসব কিছু নিয়ে কথা বলে। তারপর ওখানে আদর স্যার আর খায়রুল স্যার আসে।

1000020615.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর তাদেরকে বিভিন্ন কথা শোনায়। আর আদর স্যার তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ক্লাসে পাঠানোর চেষ্টা করে। কিন্তু তারা এগুলো কিছুই শোনে না। আদর স্যার চলে যাওয়ার পর নাজিয়ার মা বলে তাদেরকে চলে যাওয়ার জন্য। কিন্তু তারা নাজিয়ার মায়ের পাশে দাঁড়ায়, আর তারা যাবে না বলে দেয়। আর তারা তাদের অন্য সব বন্ধুদেরকে নিয়ে আসার জন্য ক্লাসে চলে যায়। নাজিয়ার মা ওখানেই বসে থাকে। ওইদিকে আবার সিয়ামের এক বন্ধু এসে সে সিয়ামকে মামলার বিষয়ে বলে, আর আন্দোলনের বিষয়েও বলে।

1000020616.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তারপর আমরা নাজিয়ার সব বন্ধুদেরকে দেখতে পাই ক্লাসরুমে এসে সবার সাথে কথা বলছিল। আর ও যখন সবাইকে যাওয়ার জন্য বলে, তখন সাকিব তাকে থামিয়ে দেয়। আর বলে সবাই গেলেও সে যেন না যায়। আর সাকিবের কথাগুলো শুনে মিরাজ অনেক রেগে যায়। তাদের মধ্যে এক পর্যায়ে অনেক বেশি কথা কাটাকাটি হয়। তারপর মিরাজ ওখান থেকে রাগ করে চলে যায়। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

এই পর্বে আমরা দেখতে পাই নাজিয়ার সব বন্ধুরা মিলে তার হত্যার বিচার চাওয়ার জন্য আন্দোলন করছে। কিন্তু তাদের পাশে কেউই এসে দাঁড়ায় না। অন্যদিকে আবার আরোহীকেও সবাই মিলে ভুল বুঝছে। কারণ তারা মনে করে আরোহীর ফ্যামিলির লোকজন নাজিয়াকে হত্যা করেছে। এসব কিছু শুনে মিরাজ রেগে গিয়ে তার বন্ধুদের মাঝে থেকে চলে আসে। খায়রুল স্যার ওদের সবাইকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ তারা তাদের আন্দোলন থামাচ্ছে না। এখন দেখা যাক তারা আন্দোলনের মাধ্যমে নাজিয়ার হত্যার বিচার করতে পারে কিনা। নাকি তাদের মধ্যেই সমস্যা শুরু হয়ে যায়। এসব কিছু আমরা পরবর্তী পর্বগুলোতে দেখতে পাবো। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব সবার মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 months ago 

1000285001.jpg

 3 months ago 

আপনি আস্তে আস্তে করে স্কুল গ্যাং নাটকটির সিজন২ আজকে আমাদের মাঝে শেয়ার করছেন।আমি এই স্কুল গ্যাং নাটকটির কিছুটা দেখেছি এবং বাকি গুলো দেখার সুযোগ হয়নি আমার।যাইহোক আপনার পুরো নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

রিভিউটা পড়ে আপনার ভালো লাগলো শুনে খুশি হলাম।

 3 months ago 

1000285000.jpg

 3 months ago 

আপনি আজকে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আসলে আমি তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই আরোহী,মিরাজ এদের নাটক গুলো দেখি। আপনি অনেক সুন্দর করে নাটকের রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

এই নাটকটা সত্যি অনেক বেশি সুন্দর।

 3 months ago 

1000285002.jpg