ওয়েটিং লিস্টে আপনার স্টুডেন্ট এর জায়গা হলেও পরে কিন্তু বেশ ভালোই সম্মান পেলেন আপনার স্টুডেন্ট টিকে যাওয়ার কারণে। তিন মাস পড়ানোর পরে ছয় হাজার টাকা বেতন পেলেন এবং মাকে গিফট এবং বোনকে খাওয়ালেন বেশ ভালোই কিন্তু প্রথম টিউশনির ব্যাপার। অনেক বড় একটি দায়িত্ব ছিল প্রথম টিউশনের সময়। প্রথম প্রথম এরকম হয়। সেই ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত তাহলে চলছে আপনার টিউশনি। ভালোই লাগলো।