আপনি তো দেখছি আপনার বান্ধবীকে নিয়ে সন্ধ্যার দিকে স্টার মলের ফ্রুট কোর্টে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। এই জায়গাটিতে তো দেখছি অনেক ভিড় ছিল। আপনি এবং আপনার বান্ধবী বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলেন আপনার বান্ধবী ফ্রাইড চিকেন খেয়েছিল এবং আপনি আপনার জন্য জুস অর্ডার করে জুস খেয়েছিলেন। ভালো লাগলো দেখে।
হ্যাঁ ভাই প্রচন্ড ভিড় ছিল স্টার মলের ফুড কোর্টের সেকশনে। স্টার মলের ফুড কোর্টে এর আগেও অনেকবার গেছি কিন্তু এত ভিড় পাইনি।