আপনারা গরমের কারণে তাহলে ভালোভাবে আড্ডা জামাতে পারেননি। যদি আবহাওয়া আরেকটু ভালো হতো এবং মানুষের ভিড় কম থাকতো তাহলে আপনাদের গল্পটা আরো বেশি জমত বুঝতে পারছি। রয় সজীব ভাইয়া কিন্তু খুবই মিশুক এবং হাসিখুশি একজন মানুষ। ওনার মুখে সব সময় হাসি থাকে যার কারণে ভীষণ ভালো লাগে। অবশেষে আচারের বৈয়াম ওনার কাছে পৌঁছে দিতে পেরেছেন। সব মিলিয়ে বেশ দারুন একটা পোস্ট ছিল সম্পূর্ণটা পড়ে ভালো লেগেছে।
আড্ডা আর কই মারতে পারলাম ভাইয়া যে পরিমাণ গরম পড়েছিল দাঁড়ানোর উপায় ছিল না। কোন রকম কথা বলে চলে এসেছি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।