You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: হোমস্টে মার্ডারস- চেক আউট ( পর্ব ৬ )
দাদা হোমস্টে মার্ডারস এর ছয়টা পর্বই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আজকের পর্বের মিলটা সবথেকে সুন্দর লেগেছে। যদিও কালকের পর্বেই জানতে পেরে গিয়েছিলাম যে দামিনী একজন ডিটেকটিভ। তার সাথে সাথে কিঞ্জলই সবকিছুর জন্য দায়ী। এ পর্বে দেখছি দামিনী নিজের সবকিছু খুলে বলল। অবশ্য দামিনী রে এটা কাজ না হলেও কিন্তু ও কাজটা খুব ভালোভাবেই পূরণ করেছে। আর এটা কিন্তু অনেক বড় একটা কাজ। তবে রহস্যটা আস্তে আস্তে বের হয়েছে এমনকি সবকিছু জানতে পেরে ভীষণ ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে আরো সুন্দর কোন ওয়েব সিরিজের পর্ব নিয়ে আসবেন।