আসলে ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেতে হলে অনেক কষ্ট করতে হয় এটা সত্যি বলেছেন। অবহেলা গল্পটা পড়ে খুব ভালো লাগলো আমার কাছে। এরকম গল্প গুলো পড়লে খুব ভালো লাগে। শেষে যদি ভালোবাসার নীল হয় তাহলে খুব ভালো লাগে। পায়েল এবং দুর্জয়েরও শেষে ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে। তাদের পরিবারও তাদের সম্পর্কটা মেনে নিয়েছে মন থেকে। এদিকে তো দেখছি পায়েলের বাবা দুর্জয় কে অনেক আগ থেকে পছন্দ করে রেখেছে। এবং তাদের সম্পর্কে সবকিছুই জানতো। যাইহোক ভালো লাগলো সম্পূর্ণ গল্পটা।
ধন্যবাদ দাদা সময় করে আমার পোস্টটি দেখার জন্য।