দাদা আপনি আজকে এত সুন্দর করে একটা মুভির রিভিউ পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখা, আমার কাছে পুরোটা পড়তে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে এই ধরনের মুভি গুলো দেখতে খুবই ভালো লাগ এমনকি এই রিভিউ পোস্ট পড়তে তো আরো বেশি পছন্দ করি। আমি যখন সময় পাই তখন মুভি দেখার চেষ্টা করি। ফাইটার মুভিটার কাহিনী একটু ভিন্ন ছিল দেখছি। কাশ্মীর দখল নিয়েই পুরো টা করা হয়েছে। পুরো কাশ্মীরকে পাকিস্তান নিজের দখলেই চাইত। কিন্তু বেশিরভাগ অংশ ছিল ভারতে। ভারত যদিও প্রথম প্রথম কিছুই বলেনি, কিন্তু পাকিস্তান ধৈর্যের সীমা পার করে ফেলেছিল। তাই তো ভারতও শুরু করেছিল এতসব কিছু্। আর একরকম যুদ্ধের মত হয়েছে পুরোটা। হৃতিক রোশন আর দীপিকার মুভি তো সবাই পছন্দ করে। হলে গিয়ে দেখার যদিও ইচ্ছা ছিল, আপনার কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেননি শুনে খারাপ লাগলো দাদা। এই মুভিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ এটার কাহিনী আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ দাদা পুরো মুভিটার রিভিউ লিখে সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।