নুপুরের জীবনের কথা শুনে সত্যি অনেক বেশি খারাপ লেগেছে আমার কাছে। বিশেষ করে তার হাজবেন্ডের মৃত্যুর কথাটা শুনে একটু বেশি খারাপ লেগেছে আমার কাছে। যে কোনরকমেই নিজের স্বামীর মৃত্যু টা মেনে নিতে পারেনি। তাই তো পাগলের মত হয়ে গিয়েছিল। আর একসময় আত্মহত্যা করে ফেলেছে। জয়ের ছোটমামা জয় কে নিজের কাছে নিয়ে এসে ভালোই করেছে। না হলে তো খুবই খারাপ ভাবে তাকে মানুষ করতো। আর অবহেলার কারণে হয়তো সে নিজেও মারা যেতো। তবে এখন সে নিজের মামার সাথে ভালো আছে জেনে খুব ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া বরের মৃত্যু শোক কাটাতে না পেরে আত্মহত্যা করেছে তবে জয় ভালো আছে এখন।ধন্যবাদ মন্তব্য করার জন্য।