You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং ✍️ সময়ই জীবন।

in আমার বাংলা ব্লগlast year

আসলে মানুষ সময়ের মূল্য দিতেই জানেনা একেবারে। প্রত্যেকটা মানুষই সময়কে অনেক বেশি অবহেলা করে থাকে। তারা সময় মত কোনো কিছুই করে না। তাঁরা সময়ের অপব্যবহার করার কারণে, একদিন তাদেরকে কঠিনভাবে পস্তানো লাগে। আমাদের সবার জীবনে সময়ের গুরুত্বটা অপরিসীম। তাই সময়ের যথাযথ মূল্য দিতে হবে সবাইকেই। সময় অনুযায়ী আমরা সবকিছু করলে জীবনে অবশ্যই সফলতা আসবে। আর আমাদেরকে কখনো পস্তানো লাগবে না। সবাইকেই সময়ের গুরুত্ব দেওয়া শিখতে হবে।