মেয়ের আবদারে আবারো রেসিপি টা তৈরি করলেন। পটেটো ললিপপ এত সহজে তৈরি করে নিয়েছেন, দেখে তো মনে হচ্ছে খেতে দারুন লেগেছে। রেসিপিটা দেখে আমার অনেক ভালো লাগলো। আর সহজে রেসিপিটা শিখে নিতে পারলাম। সস দিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আমি তৈরি করবো ভাবছি।