রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
অরিগ্যামির উপস্থাপনা তুলে ধরা সব চেয়ে কঠিন বানানোর চেয়ে। তবুও চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।