এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।