ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি। (তৃতীয় পর্ব)
শুভ সকাল 🌄
আজ ২৯ এপ্রিল,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
কিছুদিন আগে আমি বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। সেখানে উল্লেখযোগ্য বেশ কিছু গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করেছি। ছবিতে দেখিয়েছি বিভিন্ন বিদেশি ফল এবং উদ্ভিদ। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি আপনারা দেখতে পেয়েছিলেন। আজকে আমি আপনাদের মাঝে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। বোটানিক্যাল গার্ডেন জায়গা অনেক বিস্তৃত এরিয়া নিয়ে। বিশাল বড় উদ্ভিদ মহলে প্রবেশ করে সবাই আমরা অনেক আনন্দ করেছিলাম। সঙ্গে ছিল প্রিয় বন্ধু এবং প্রিয় মানুষগুলো। তাদের সঙ্গে ফটোগ্রাফি ও ঘোরাফেরা এবং বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। যেহেতু ঈদের পরের দিন ছিল তাই অনেক মানুষ প্রকৃতির মাঝে সামান্য সময় অনুভব করতে চেষ্টা করে। তাই ভ্রমণের অনুভূতি ও কিছু তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
অনেক গাছপালা থাকার কারণে গরমের আবহাওয়া তেমন বোঝা যায়নি। উদ্ভিদ উদ্যান মানেই প্রাকৃতিক সৌন্দর্য এবং মনকে প্রশান্তি করার চমৎকার আবহাওয়া। আমরা বিদেশি বাগান ভ্রমণ করার পর দেশি ফল বাগানের পাশের রাস্তা দিয়ে নদীর পাড়ে রাস্তায় উঠে পড়ি। সেখানে খুব চমৎকার গাছপালা এবং মানুষের দৃষ্টিনন্দন জায়গা ফটোগ্রাফি করার জন্য। উদ্ভিদ উদ্যান থেকে আমরা শিক্ষা পাই বেঁচে থাকতে হলে গাছ আমাদের কার্যকরী বৃক্ষ। অতিরিক্ত গাছ কাটার কারণে আবহাওয়া ও অভিযোজন প্রক্রিয়া বিনষ্ট হচ্ছে। ঘুরতে আসা অনেকেই সেখানে ফটোগ্রাফি করছিল। তাছাড়া প্রিয় সোহাগ ভাই আলাদা ভাবে কিছু ফটোগ্রাফি করার জন্য গাছের নিচে চলে যায়।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
চোখ যেখানে যায় শুধু সবুজের সমারোহ, গাছের ছায়া ও প্রাকৃতিক পরিবেশে আমাদের সময়টুকু খুব চমৎকার কেটেছে। ঈদের পর এই ধরনের জায়গায় ভ্রমণ করে মন প্রশান্তি হয়ে যায়।ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে চমৎকার রাস্তা তৈরি করা হয়। রাস্তার পাশে ছবি তোলার জায়গায় এবং বসার স্থান ছিল। সবাই তাদের পছন্দমত ফটোগ্রাফি করছিল। যেহেতু ঈদের পরে দিন তাই সবাই সুন্দরভাবে সেজেগুজে ঘুরতে আসে। অনেকেই আসে তাদের প্রিয়জন এবং পরিবার নিয়ে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এক জায়গায় বসে বেশ কিছু ফটোগ্রাফি ও সেলফি নিয়েছিলাম।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
অনেকে নদীর পারে নৌকা দিয়ে ভ্রমণ করছিল। ব্রহ্মপুত্র নদীতে করতে ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। গতবছর আমি নদীতে ভ্রমণ করেছিলাম। নদীর পাড়ে সব সময় নরম বাতাসে ভ্যাপসা গরমের মধ্যে অনেক আনন্দ দিচ্ছিল। আমরা সকলে অনেক আনন্দ করেছিলাম। পাশাপাশি ইচ্ছে মতো অনেক ফটোগ্রাফি করি। তারপরেও সম্পূর্ণ উদ্ভিদ উদ্যান ভ্রমণ করে শেষ করতে পারেনি। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি বোটানিক্যাল গার্ডেন সৌন্দর্যের সেরা এবং মানুষের মনের প্রশান্তির জায়গা। কিছুদূর গিয়ে সামনে আরও একটি রাস্তা দেখতে পাই। আমরা সবাই সে রাস্তা দিয়ে এগিয়ে চলি এবং বেশ কিছু ফটোগ্রাফি করি। পরবর্তী পর্বে চেষ্টা করবো আরো বেশ কিছু ভ্রমণের অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করতে। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি (তৃতীয় পর্ব)। |
লোকেশন | কৃষি বিশ্ববিদ্যালয়,বাকৃবি, ময়মনসিংহ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1916708716335804696?t=KR9lj3mvPynBUCV4UUAH8A&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1916724968639119447?t=qqKkJpmwHaxQ0rn_TY-Qfg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1916793513599254686?t=kP8ChTkSLPClOh8nLbRm5Q&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1917081472911216806?t=PLDmhV7xcerR2_pcw0vy7g&s=19