You are viewing a single comment's thread from:

RE: ।।আজ রইল বাঙালির একদিনের ভ্রমণ গন্তব্য, দীঘা।।

এক সময় দীঘা যেতাম সারাদিন ঘুরে রাতে বাড়ি চলে আসতাম৷ তারপর জানলাম বাঙালির দিপুদা সম্পর্কে৷ আমি জীবনে একবারই দীঘায় থেকেছি৷ তোমার পোস্টের ডিটেলিং দেখে মনে হয় আবারও দীঘাতে গিয়ে রাতে থাকি৷ আগে এই মাছের দোকান বা বিরাট মার্কেট ছড়িয়ে ছিটিয়ে বসত৷ এখন সবটাই ভীষণ গোছানো৷

খুব ভালো লিখেছ৷ উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে উপকূলীয় অঞ্চল দীঘা বাঙালির কাছে আবেগ৷

Sort:  
 last year (edited)

একই জেলায় বাড়ি হলে তো তেমনই হয়। সকালে গিয়ে বিকেলে আবার ঘরে ফেরা। কিন্তু এইবার রাতের সৈকত খুব ভালো লাগছিল। খালি আর বিস্তৃত বেলাভূমির সৌন্দর্য। সেই ছবিটাই শেয়ার করেছি এই লেখার সাথেই। তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লেগেছে। লেখার অনুপ্রেরণা যেন। ভালোবাসা রইল।

 last year 

আনন্দম বন্ধু৷ এভাবেই লিখে চলো৷