You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪০২ | রাগ করলে মানুষ খাওয়া-দাওয়া ছেড়ে দেয় কেন ?

in আমার বাংলা ব্লগlast year (edited)

খাওয়ার পরেই তো হজম প্রক্রিয়া শুরু হয়। আর তা নইলে অকারণ এই HCL ক্ষরণের ফলে অ্যাসিডিটি হতে থাকে। সেই আইসিডিটি বুকের মধ্যে গিয়ে জ্বালা করে মাথা ব্যথা করে আরো অনেক কিছু হয়। যেগুলো রাগকে বজায় রাখতে এবং উদ্দীপিত করতে সাহায্য করে। কিন্তু খাওয়া দাওয়া করে নিলে রাগটাও খাবারের সাথে হজম হয়ে যাবে। কি দরকার! রাগ যদি হজমই করে ফেলি তাহলে করাটাই তো বৃথা শক্তিক্ষয় হয়ে যাবে।।